‘যে ব্যক্তি সৃষ্টির ভয়ে সৎকাজের আদেশ এবং অসৎকাজে নিষেধকরণ হতে বিরত থাকে, তার মধ্য হতে আনুগত্যের প্রভাব উঠে যায়। ফলে সে যখন নিজ সন্তান কিংবা অধীনস্থদের আদেশ করে, তারা তাকে মান্য করে না।’
‘পাপের দরুন বান্দা যে দরজাই খুলতে যায়, তা বন্ধ পায়। সে যে কাজেই হাত দেয়, তা কঠিন হয়ে যায়। অন্যদিকে যে বান্দা আল্লাহকে ভয় করে, তার বিষয়াদি তিনি সহজ করে দেন। অতএব তাকওয়ার বিপরীত পথে চলা মানে ব্যক্তি নিজের কাজকে কঠিন করে ফেলল।’
এভাবে একের পর এক পাপের ক্ষতি বলে গেছেন ইমাম ইবনুল-কাইয়্যিম (রহ.) তার এই বইতে। পাপ থেকে বেঁচে থাকতে, আত্মাকে যাবতীয় রোগ বালাই থেকে সুস্থ করতে এটি ওষুধের মতো ভূমিকা পালন করবে ইন শা আল্লাহ।
আত্মার এই অপমৃত্যু রোধে নিজেকেই সবার আগে সোচ্চার হতে হয়। নিতে হয় জরুরী ব্যবস্থা। আজ থেকে শত বছর আগে এই বিষয়ে ইমাম ইবনুল-কাইয়্যিম বইটি লেখেন। আত্মার ব্যাধি, রিজিকে সংকীর্ণতা, কাজে কর্মে বরকত হারিয়ে ফেলা, মনের কাঠিন্য, প্রেমরোগ, সমকামিতা, শয়তান এবং তার দোসরদের ঘনিষ্ঠতা—মোট কথা মুমিনের হৃদয়-রাজ্যে আসা কঠিন থেকে কঠিন বিপদ আপদ মূলে যে পাপাচার দায়ী থাকে, সেই পাপের ক্ষতি, পাপের ফাঁদ এবং এ থেকে পরিত্রাণের উপায় সবিস্তারে আলোচনা করা হয়েছে এই বইতে।
Suriya Metu –
প্রতিটি মানুষই তার আত্মার অন্তরালে অন্য একটি আত্মা পোষণ করে খুব যত্মসহকারে। মানুষের সেই আত্মাটা সুন্দর হওয়া উচিৎ। কারণ সেই আত্মার উপরই নির্ভর করে তার আসল পরিচয়। যে লোকটাকে আপনি তার বাহিরের মন দেখে ভালো মনে করলেন সে হয়তো ভালো হতেও পারে আবার নাও হতে পারে। আবার বাহিরের মন দেখে যাকে খারাপ ভাবলেন হয়তো তার ভিতরের রূপটা আপনার ধারণার চেয়ে অনেক সুন্দর হতে পারে। কিন্তু সেই ভিতরের আত্মা অথবা অন্তরালের আত্মা মানুষ কি কোনভাবে বুঝতে পারে?
এভাবে তৈরি হয়ে গেছে একটি যুগান্তকারী একটি বই, যার বাংলা রূপ ‘আত্মার ওষুধ’। আত্মার ব্যাধি, রিজিকে সংকীর্ণতা, কাজে কর্মে বরকত হারিয়ে ফেলা, মনের কাঠিন্য, প্রেমরোগ, সমকামিতা, শয়তান এবং তার দোসরদের ঘনিষ্ঠতা—মোট কথা মুমিনের হৃদয়-রাজ্যে আসা কঠিন থেকে কঠিন বিপদ আপদ মূলে যে পাপাচার দায়ী থাকে, সেই পাপের ক্ষতি, পাপের ফাঁদ এবং এ থেকে পরিত্রাণের উপায় সবিস্তারে আলোচনা করা হয়েছে এই বইতে।
মোঃ আব্দুল বাতেন –
ইমাম ইবনুল কায়্যিম রহিমাহুল্লাহকে একজন দুনিয়ার জীবনের পরীক্ষা নিয়ে প্রশ্ন করে, সে প্রশ্নের জবাবে তিনি আল জাওয়াবুল কাফি বইটি লেখেন। “আত্মার ওষুধ” বইটি তারই বাংলা অনুবাদ। শরীর যেমন বিভিন্নসময় রোগাক্রান্ত হয়ে পড়ে, মানুষের আত্মাও অসুস্থ হয়ে পড়ে। মানবজীবনের আত্মিক সমস্যাগুলো কুরআন ও সহিহ সুন্নাহর আলোকে কিভাবে সমাধান করা যেতে পারে সেব্যাপারে শ্রদ্ধেয় ইমাম আলোচনা করেছেন। আত্মার রোগে আক্রান্ত রোগীকে রোগমুক্তির ব্যাপারে আশান্বিত হওয়ার সবক দিয়ে লেখক আলোচনা শুরু করেছেন। দুআর গুরুত্ব, নিয়ম, প্রচলিত ভুল, কবুল না হওয়ার কারণ নিয়ে আলোচনা এসেছে। পাঠক বইটি পড়ে আল্লাহর ব্যাপারে সুধারণা, তার আযাবের ভয় ও রহমতের আশা করতে শিখবেন। এছাড়াও বিভিন্ন গুনাহের ক্ষতি ও ভয়াবহতা, হারাম ভালোবাসার ক্ষতি, ভালোবাসার প্রকার ইত্যাদি নিয়ে আলোচনা এসেছে।