বিপদ যখন নিয়ামাত

বিপদ যখন নিয়ামাত

4 customer reviews
Sold: 14

112৳ 

-25%Featured

লেখক : উস্তাদ আলী হাম্মুদা, উস্তাদা শাওয়ানা এ. আযীয, শাইখ আহমাদ মুসা জিবরিল
অনুবাদ : মুহাম্মাদ ইবনে আব্দুল ফাত্তাহ, বিনতে ইবরাহীম
ভাষা সম্পাদনা : মুহাম্মাদ জুবায়ের
পৃষ্ঠা : ৯২
কভার : পেপারব্যাক

 

একটু পড়ে দেখুন

112৳ 

Add to cart

মুসলিম উম্মাহ বর্তমান সময়ের মতো ঝঞ্ঝাবিক্ষুব্ধ সময় আগে কখনও কাটায়নি। একের-পর-এক বিপদের মধ্য দিয়ে আমাদের দিনমান অতিবাহিত হচ্ছে। দুর্দশাগ্রস্ত মানুষের আর্তচিৎকারে আকাশ-বাতাস ভারী হয়ে আসছে। পুরো বিশ্বেই এই উম্মাহর সদস্যরা বিপদের ঘোর অমানিশায় দিন কাটাচ্ছে। . এ ঘোর অমানিশা কাটিয়ে সাফল্যের সূর্যোদয় তখনই হবে, যখন আমরা সেই বিপদরূপী অন্ধকারের স্বরূপ অনুধাবন করতে পারব।

জানতে পারব আমাদের করণীয় পদক্ষেপ সম্পর্কে। “বিপদ যখন নিয়ামাত” বইতে সংক্ষিপ্ত পরিসরে সেই অন্ধকার কাটানোর জন্যে প্রয়োজনীয় কিছু দিকনির্দেশনা দেওয়া হয়েছে। দেওয়া হয়েছে কিছু গুরুত্বপূর্ণ নাসীহা, যাতে আমরা কঠিনতম বিপদের মুহূর্তেও অবিচল থাকতে পারি। আল্লাহর ওপর তাওয়াক্কুল করে সঠিক পদক্ষেপ গ্রহণের মধ্যমে ছিনিয়ে আনতে পারি সাফল্যের লাল সূর্য।

4 reviews for বিপদ যখন নিয়ামাত

  1. Saleh Arabi

    দুঃখ-কষ্টে নিপতিত হলে আমরা ভেঙে পড়ি, ধৈর্য ধারণের পরিবর্তে অভিযোগ করি, এটাকে আল্লাহর পক্ষ থেকে আযাব মনে করতে থাকি। তবে আসলেই কি মুমিনের ওপর বিপদ আসা গজবের ফল?
    না সবসময় গজব নয়; এটা নেয়ামতও। তবে তার জন্য হা-হুতাশ কিংবা আল্লাহকে অভিযুক্ত করা চলবে না। আল্লাহর এ নেয়ামত- আল্লাহ তাঁর ওপর ভরসাকারী, তাঁর ফয়সালায় সন্তুষ্ট ও বিপদে ধৈর্যধারণকারীদের দিয়ে থাকেন। মুমিন তো এমন যে, সুখ সাচ্ছন্দ্যের সময় শুকরিয়া জ্ঞাপন করবে, অহংকারী হয়ে পড়বে না এবং বিপদে ধৈর্যধরণ করবে। দুটোই তার জন্য কল্যাণ।
    নিয়তির বাইরে কিছু হয় না। নিয়তিকে মেনে নিয়ে আল্লাহর পরীক্ষায় সন্তুষ্ট থাকলেই তা নেয়ামত হবে অন্যথায় এটা শাস্তি ও গজব। তাই বলে বিপদ কামনা করাও যাবে না, আল্লাহর কাছে নিরাপত্তা ও বিপদমুক্তির জন্য দোয়া করতে হবে। এটা ভাববেন না যে, আল্লাহ আপনার ব্যাপারে বেখবর। তিনি সব জানেন, আপনার অবস্থা তাঁর চাইতে ভালো আর কে জানে? বিপদমুক্তির বড় হাতিয়ার হচ্ছে দোয়া। সেই হাতিয়ার ব্যবহার করুন। তাঁর কাছেই কায়মনোবাক্যে প্রার্থনা করুন, বিপদে অন্য কারো কাছে (পীর-মাজার-মানুষ) ধর্না দেবেন না। আপনার রবের কাছে চান, তাঁকে ডাকুন, অবিচল ভরসা রাখুন। নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। জীবন তো পরীক্ষা বৈ নয়; এ পরীক্ষা উতরানোর জন্য সবর ও সালাতের মাধ্যমে বিপদকে মোকাবেলা করুন। আর বিপদ থেকে দুঃখ-কষ্ট ও বেদনা থেকে মুক্তির প্রতিষেধক জানা আছে কি আপনার? না জানা থাকলে সন্দীপন প্রকাশনীর “বিপদ যখন নেয়ামত” বইটি পড়ে ফেলুন। বইটি আপনার বিপদে সাহায্য করবে, বিপদকে নেয়ামতে পরিণত করার ক্ষেত্রে সহয়তা করবে। তবে আর দেরি কেন? কিনে ফেলুন বইটি। পাঠক, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, বইটি হতাশার বালুচর, অধৈর্যের চোরাবালি থেকে আপনাকে মুক্তির মঞ্জিলের পথ দেখাবে ইংশাআল্লাহ।

  2. Hujaifa Islam Ayat

    মুমিনের জন্য প্রতিটা কাজেই রয়েছে প্রতিদান। দুঃখ, কষ্ট, বিপদে সবর করলে আল্লাহ খুশি হোন, ফলে বান্দাকে উত্তম প্রতিদান দান করেন। আবার সুখের সময় শুকরিয়া আদায় করলে, আল্লাহ তা’আলা তা আরও বাড়িয়ে দেন। অতএব বান্দার সব দিকেই লাভ আর লাভ।

    যারা দুঃখ এলেই বিমর্ষ হয়ে পড়ে, অসহায় বোধ করে, হতাশায় নিমজ্জিত হয়ে নিজের ক্ষতির দিকে অগ্রসর হয় তাদের অন্তরের মনোবল বৃদ্ধিতে অত্যন্ত সহায়ক হবে এই বইটি। ভাঙ্গা হৃদয়ে রবের প্রতি অফুরন্ত শুকরিয়া আদায়ের মনোভাব নিয়ে আসতে এই বইটি অবশ্যই আপনার পড়া উচিত।

    বই: বিপদ যখন নিয়ামত

  3. সিরাজুম মুনিরা

    বিপদ যখন নিয়ামত বইটিকে বলা যায় মন খারাপের মেডিসিন। প্রচন্ড মন খারাপ, হতাশা, কষ্টে জর্জরিত শরীর নিয়ে আপনি যদি এই বইটি পড়েন, দেখবেন কিছুটা হলেও স্বস্তি পাচ্ছেন। কারণ, বইয়ের কথাগুলোই আশা জাগানিয়া। বইয়ের কথাগুলো বারবার আপনাকে স্মরণ করাবে, এই যে আপনার জীবনের এত দুঃখ কষ্ট এগুলোও অনেক মূল্যবান, আর এর মাধ্যমে আপনিও আল্লাহর প্রিয়পাত্র হয়ে উঠতে পারেন, যদি আপনি আল্লাহর প্রতি অভিযোগ, অসন্তুষ্টি না রাখেন।

    বইটি মূলত উস্তাযা শাওয়ানা এ.আযীয, শাইখ মূসা জিবরীল, আলী হাম্মুদার লেকচার থেকে অনূদিত। বইয়ের অনুবাদ এতটাই সহজবোধ্য যে মনেই হবে না আপনি অনূদিত বই পড়ছেন।

    শুধু বিপদ কখন নিয়ামত তা বলেই শেষ করা হয়নি বইটি, বরং বিপদে আপনার কী করা উচিত— তাও বাতলে দেওয়া হয়েছে। বিষণ্ণতার ১৫ টি প্রতিষেধক, পাঠটি সবচেয়ে বেশি উপকারী মনে হয়েছে আমার। দারুণ সব টিপস দেওয়া হয়েছে এখানে। মোট ১৪ টি টপিক নিয়ে বইটি সজ্জিত৷ প্রতিটি পাঠেই রয়েছে শান্তির বার্তা, যেগুলো মনে সুকুন এনে দেয়।

    ৮৭ পৃষ্ঠার এই বইটি সকলের সংগ্রহে রাখার মতো। কারণ আমরা প্রতিনিয়তই বিপদের সম্মুখীন হই, আর খেই হারিয়ে ফেলি। আমাদের জন্য বইটি উত্তম গাইড। কারণ, বইটি আমাদের জানাবে কীভাবে বিপদের সময় আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়, বইটি জানায় দু’আর কত শক্তি!

    তো পাঠক, মনের সকল হতাশাকে দূর করতে চাইলে বইটি আজই সংগ্রহ করে নিতে পারেন।

  4. Md Shahariar

    বিপদে ধৈর্য্য ধরা প্রতিটি মুসলিমের জন্য বুদ্ধিমানের কাজ। দোনিয়ায় আছে আর বিপদের সম্মুখীন হয়নি এমন লোক খুঁজে পাওয়া যাবে না। বরং পরিক্ষা করার জন্য আল্লাহ তা’আলা নবী-রসূল, সাহাবী সকলের মাঝেই বিপদ, অভাব-অনটন নির্ধারণ করেছেন। সেই মোকাবিলায় প্রত্যেকেই পাশ করেছেন। তাদের স্থান অবশ্যই জান্নাতের উঁচু স্তরে হবে। বিপদে ধরা, কিভাবে সেখান থেকেই নিয়ামত পাওয়া যায় সেদিক গুলোকে কেন্দ্র করেই বইটি রচনা করা হয়েছে। বইটি পড়ার পর আপনার সত্যিকার অর্থেই ভালোলাগা কাজ করবে।

Add a review

Your email address will not be published. Required fields are marked *