জীবন কী? এ জীবন আমরা কেন পেলাম? পৃথিবীতে কী উদ্দেশ্যে আমাদের পাঠানো হয়েছে?—এসব দার্শনিক প্রশ্নের উত্তর বহুকাল ধরেই মানুষ খুঁজে ফিরছে।
অবশ্য যিনি আমাদের পাঠিয়েছেন, সেই মহান আল্লাহ-ই প্রশ্নের উত্তর দিয়ে রেখেছেন কুরআন কারীমে। এ পৃথিবীতে মানুষকে পাঠানোর উদ্দেশ্য শুধু তাঁর ইবাদাত করা। স্রেফ এটুকুই, আর কিছু না।
এই ইবাদাতের জন্যে তিনি আয়ুষ্কাল দিয়েছেন। সময়কে ভাগ করে দিয়েছেন বছর-মাস-সপ্তাহ ইত্যাদি এককে। এক সময়ের ওপর আরেক সময়কে শ্রেষ্ঠত্বও দিয়েছেন।
আমাদের এই দুনিয়ার জীবন কিছু ঘণ্টা-মিনিট-সেকেন্ডের সমষ্টি মাত্র। সময়কে উপযুক্ত খাতে ব্যয় করা তথা ইবাদাতে বিনিয়োগ করার মধ্যেই দুনিয়ার জীবনের সার্থকতা। আর এটাই জীবনকে কাজে লাগানো।
কুরআন-সুন্নাহ’র আলোকে জীবনকে কীভাবে কাজে লাগানো যায়, তার একটা প্র্যাক্টিকাল গাইডবুক ‘জীবনকে কাজে লাগান’ বইটি। প্রায় ৭০০ বছর পূর্বে রচিত কিতাব থেকে অনূদিত এই গ্রন্থের পাতায় পাতায় ছড়িয়ে আছে মহান রবের জন্যে বছরের বারোটি মাস কীভাবে নিবেদিত করা যায়, তারই নমুনা।
বারো মাসের করণীয়-বর্জনীয়, গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক আমল, সেগুলোর দলিল-ভিত্তিক আলোচনা—সব মিলিয়ে ইবাদাত-বন্দেগির এক চমৎকার নির্দেশিকা ‘জীবনকে কাজে লাগান’।
Mohammad Hanif (FB name) –
যদিও আমি তেমন একটা বই পড়ুয়া নই। কিন্তু ইতোমধ্যে জীবনকে কাজে লাগান বইয়ের পিডিএফটুকু পড়েছি।যা আমার হৃদয়কে সিক্ত করেছে। খুব চমৎকার ভাবে কোরআন ও হাদিসের বাণীতে ভাঁজে ভাঁজে সাজানো হয়েছে। যা একজন পাঠককে রীতিমতো আকর্ষণ করার জন্য যথেষ্ট। তেমনই আকর্ষণ করবে, ফুল যেমন মৌ’কে আকর্ষণ করে।.. ইন শা আল্লাহ।
দোয়া ও ভালোবাসা রইলো…❤️
মোঃ আব্দুল বাতেন –
যদি বলা হয় বারো মাসে একজন মুমিন কী কী করবে এবিষয়ে পৃথিবীর সেরা বই কোনটি, তাহলে উত্তর হচ্ছে ‘লাতায়িফুল মাআরিফ’। জীবনকে কাজে
মোঃ আব্দুল বাতেন –
যদি বলা হয় বারো মাসে একজন মুমিন কী কী করবে এবিষয়ে পৃথিবীর সেরা বই কোনটি, তাহলে উত্তর হচ্ছে ‘লাতায়িফুল মাআরিফ’। জীবনকে কাজে লাগান বইটি এরই সংক্ষিপ্ত অনুবাদ। বলতে পারেন এটা অনির্ভরযোগ্য বারো চাঁদের ফজিলত বইয়ের একটা নির্ভরযোগ্য এডিশন। বইটা কিনলে ইনশাআল্লাহ ঠকবেন না। সারাজীবন বারবার পড়তে থাকার মত বই। রমাদান আসছে, রমাদানের ফলিজত ও আমলগুলো বইটা থেকে দেখে নিলেন। জিলহজ্জ আসছে, জিলহজ্জের আমলগুলো কী কী জেনে নিলেন। বর্ণনাতীত উপকারী একটা বই। সেই মাসগুলোতে সালাফরা কী করতেন তাও জানতে পারবেন।