মনের মতো সালাত

মনের মতো সালাত

8 customer reviews
Sold: 14

206৳ 

-25%Featured

লেখক:  ড. খালিদ আবূ শাদী
অনুবাদ: আহমেদ ইউসুফ শরীফ
সম্পাদনা:   ডা. শামসুল আরেফীন
মোট পৃষ্ঠা:   ১৮৪
কভার: পেপারব্যাক

একটু পড়ে দেখুন

206৳ 

Add to cart

একটু ভেবে দেখুন তো, ক্ষুদ্র এই জীবনে সালাত নামক রণাঙ্গনে কতশত বার আপনাকে পরাস্ত করেছে বিতাড়িত শয়তান? কতবার সে সালাত থেকে আপনার মনোযোগ সরিয়ে দিগ্বিদিক নিয়ে গেছে? আর নিজের সঙ্গীসাথিদের কাছে নিজের বিজয়ের গল্প শুনিয়ে অট্টহাসিতে ফেটে পড়েছে! কখনো কি নিজেকে এই প্রশ্নগুলো করেছেন—

কতবার সালাত শেষ হয়ে গিয়েছে, অথচ (মন কোথায় ছিল তা) আপনি টেরই পাননি?

কতবার সালাতে মনোযোগ না থাকাকে আপনি হালকা ভেবে উড়িয়ে দিয়েছেন?

কতবার এমন হয়েছে যে, সালাত আদায় করাটা খুব কঠিন আর ক্লান্তিকর মনে হয়েছে?

কতবার আপনি গাফলতির সাথে সালাতে দাঁড়িয়েছেন, আর রাজ্যের আলস্য আর উদাসীনতা দিয়ে নিজেই শয়তানকে স্বাগত জানিয়েছেন?

সালাত ছিল রাসূলুল্লাহ (সঃ)-এর চক্ষুর শীতলতা। আপনার সালাত কি কখনো আপনার চক্ষু শীতল করেছে? আপনি কি কখনো সালাতের হাজার বছর পুরোনো সেই স্বাদ আস্বাদন করেছেন, যার মূর্ছনায় হারিয়ে যেতেন আমাদের সালাফগণ? ফিরে পেতে চান সালাতের সেই স্বাদ?

‘মনের মতো সালাত’ বইখানি আপনাকে সাহায্য করবে সেই স্বাদ ফিরে পেতে। আপনাকে সাহায্য করবে উদাসীনতার চক্রব্যূহ থেকে বের হয়ে আসতে। এরপর আপনিও এক বিগলিত অন্তর নিয়ে নিজেকে সমর্পণ করতে পারবেন আল্লাহর সামনে, সালাতে। ইন শা আল্লাহ।

8 reviews for মনের মতো সালাত

  1. Rintia Islam

    হাশরের ময়দানে যে আমলের সর্বপ্রথম হিসাব নেওয়া হবে তা হলো সালাত। শয়তান চাইবেই সালাত আদায়ের সময়ে আমরা আনমোনা হয়ে থাকি যেন সালাত আলাদের যে মর্যাদা তা থেকে আমরা বঞ্চিত হই। বইটিতে কীভাবে সালাতের আযান শোনার পর থেকে শুরু করে সালাতের সালাম ফেরানো পর্যন্ত আল্লাহর প্রতি রুজু থাকা যায় তার পথ বাতলে দেওয়া আছে। বইটি আমি এখন পড়ছি এবং আলহামদুলিল্লাহ আমার সালাতে তা উল্লেখযোগ্য পরিমানের পরিবর্তন আনতে সাহায্য করেছে।

  2. মোঃ আব্দুল বাতেন

    কেন জানি আমার মনে হয় ড. খালিদ আবু শাদির লেখনিতে এমন কিছু আছে যেটা অন্য কারো লেখায় নেই। তার লেখায় আল্লাহ বারাকাহ দিয়েছেন এবং তার টিপসগুলো কাজ করে। সালাতের যে অপার্থিব আনন্দ সেটা যে অনুভব করেছে তার পক্ষে হয়তো ভাষা দিয়ে বোঝানো সম্ভব না অনুভূতিটা কত সুন্দর। বইটার শুরুতে বেশ কিছু পৃষ্ঠা ব্যয় করে সালাতের মাধুর্য বাড়ানোর কিছু উপায় বলা হয়েছে। এরপরে ওযু থেকে শুরু করে তাকবির, সানা, ক্বিরাত, রুকু, সিজদা, তাশাহহুদ প্রত্যেকটা রুকনকে এমনভাবে বিশ্লেষণ করা হয়েছে যেন পাঠক পরবর্তী সালাতে কাজগুলো করার সময় গুরুত্ব দিয়ে করেন। বইটা বারবার পড়ার মতো। সালাতের মানোন্নয়নের একটা যথার্থ ট্রেনিং।

  3. Jannatul Ferdous

    বইটি প্রথম পড়েছিলাম ২০২২ সালে। সত্যি বলতে যখন পড়ছিলাম তখন খুব একটা ভালো লাগেনি। তারপর, অনেক দিন পর যখন সালাত থেকে আমি মনোযোগ হারিয়ে ফেলি, তখন বুঝতে পারি এতোদিন এই বইটার বাতলে দেওয়া ফর্মুলাই আমাকে সালাতে মনোযোগী হতে সাহায্য করেছিল। অবশ্যই এতে আল্লাহর ইচ্ছাই প্রধান ছিল, আলহামদুলিল্লাহ।

    সালাতে সূরা ফাতিহা থেমে থেমে পড়া আর মনে মনে আল্লাহর উত্তর ভেবে নেওয়া; রুকু-সিজদাহর তাসবীহ তিনবারের পরিবর্তে পাঁচবার পড়া; রুকু থেকে ওঠে আগে শুধু ‘সামিয়াল্লাহুলিমান হামিদাহ রব্বানা লাকাল হামদ’ পড়তাম, বইটি পড়ার পর থেকে এর সাথে জুড়ে নিলাম ‘হামদান কাসিরান ত্বায়্যিবান মুবারাকান ফিহ’ আর কল্পনা করতাম প্রায় ত্রিশজন ফেরেশতা হয়তো এখন সওয়াব লেখার প্রতিযোগিতা করছেন! সুবহানাল্লাহ! সালাত শুরু করার আগ থেকে শেষ করার পর পর্যন্ত সুন্দর একটা গাইডলাইন বইতে আছে। বইটি আমার উপকারে এসেছিল; কিন্তু আমার বুঝতে দেরি হয়ে গিয়েছিল। এবং যখন বুঝতে পারি তখন আর আমি আগের মতো সালাত পড়তে পারি না। রব্বিগফিরলি! ২০২৪ এ এসে আবার বইটা পড়লাম উপকারের আশায়। দ্বিতীয়বার পড়ে আমি উপলব্ধি করলাম কেন আল্লাহ তায়ালা বলেছেন, “নিশ্চয়ই সালাত অন্যায় ও অশ্লীল কাজ থেকে বিরত রাখে।”

    লেখাটা যারা পড়বেন দয়া করে এই অধমের জন্য একটু দোয়া করিয়েন। সালাত যেন আমার অন্তরের প্রশান্তি হয়। আমিন।

  4. Md Aiman

    “অতএব দুর্ভোগ সেইসব সালাত আদায়কারীর জন্য, যারা তাদের সালাতে উদাসীন।”(১০৭:৪-৫)

    আয়াতটা কি আপনার মনে পাথর মেরেছে?যদি মেরে থাকে তাহলে এখন কি আপনি চাচ্ছেন যে আপনার নামাজটা আল্লাহর পছন্দসই হোক? আপনার নামাজটা যেন আপনার মনে শান্তি নিয়ে আসে? নামাজের প্রভাব যেন নামাজ শেষেও থাকে? তাহলে উপরিউক্ত বইটি আপনারই জন্য। বইটিতে সুন্দরভাবে নামাজের বিষয়গুলি তুলে ধরা হয়েছে। মতানৈক্যের উর্ধ্বে গিয়ে বইটিতে মনোমুগ্ধকরভাবে নামাজ কিভাবে মন দিয়ে পড়া যায় তা বাতলে দেওয়া হয়েছে। শত চিন্তা মাথায় ঘুরপাক খেতে চাইলেও কিভাবে আপনি শুধু এক আল্লাহর কথা নামাজে চিন্তা করবেন তা আছে এই বইটিতে। তাই, আমরা যারা নামাজের ব্যাপারে চিন্তাশীল তাদের জন্য ‘মনের মতো সালাত’ বইটি হতে পারে একটি উত্তম ঔষধ।

  5. Md Aiman

    “অতএব দুর্ভোগ সেইসব সালাত আদায়কারীর জন্য, যারা তাদের সালাতে উদাসীন।”(১০৭:৪-৫)

    আয়াতটা কি আপনার মনে পাথর মেরেছে? যদি মেরে থাকে তাহলে এখন কি আপনি চাচ্ছেন যে আপনার নামাজটা আল্লাহর পছন্দসই হোক? আপনার নামাজটা যেন আপনার মনে শান্তি নিয়ে আসে? নামাজের প্রভাব যেন নামাজ শেষেও থাকে? তাহলে উপরিউক্ত বইটি আপনারই জন্য। বইটিতে সুন্দরভাবে নামাজের বিষয়গুলি তুলে ধরা হয়েছে। মতানৈক্যের উর্ধ্বে গিয়ে বইটিতে মনোমুগ্ধকরভাবে নামাজ কিভাবে মন দিয়ে পড়া যায় তা বাতলে দেওয়া হয়েছে। শত চিন্তা মাথায় ঘুরপাক খেতে চাইলেও কিভাবে আপনি শুধু এক আল্লাহর কথা নামাজে চিন্তা করবেন তা আছে এই বইটিতে। তাই, আমরা যারা নামাজের ব্যাপারে চিন্তাশীল তাদের জন্য ‘মনের মতো সালাত’ বইটি হতে পারে একটি উত্তম ঔষধ।

  6. রিদওয়ান আহমদ

    রাতের ঘনকালো আঁধারকে হটিয়ে পৃথিবীময় আলো ছড়াতে প্রভাত রবির উদয় হয় আর নতুন ভোরের সেই সূর্যোদয়ের পূর্বাভাস ছড়িয়ে দিয়ে যায় প্রিয় সুবহে সাদিক ভোরের আগমনী বার্তা হয়ে আসা সুবহে সাদিকে থাকেনা কোন ভ্রান্তি থাকেনা কোন ধূসরতা থাকে শুধু নিষ্পাপ কিছু বুকভরা স্বপ্ন। আমরা স্বপ্ন দেখি একটি সুন্দর পৃথিবীর একটি সুহাসিনী প্রভাতের এই প্রত্যাশিত সুন্দর পৃথিবীর জন্য প্রয়োজন একটি নামাজী প্রজন্ম ও সালাত কায়েমকারী কাফেলার। আমরা সালাত আদায়করি ঠিক তবে তা শুধু দায় এড়াতে আমরা সালত পড়তে মসজিদে উপস্থিত হয় ঠিক কিন্তুু আমাদের মন সে সময় শয়তানেন রাজ্যে বিচরণ করে আমর সালাত পড়ছি ঠিক কিন্তুু কি দিয়ে পড়ছি কিভাবে পড়ছি তা আদৌ জানি না। এভাবে একজন নামাজী ব্যক্তির জীবন ক্ষয়ে যেতে পারে না। এই ক্ষয়রোধ করতে “সন্দীপন প্রকাশনের ” অনন্য উপহার ” মনের মতো সালাত বইটি ” বইটিতে আপনি খুঁজে পাবেন সালাতের সেই স্বর্গীয় প্রশান্তি যার পরশে হৃদয়জুড়ে ছড়িয়ে পড়বে রাতের নির্জন প্রহরে রবের সাথে একান্ত আলাপনের মধুর তামান্না। তো পাঠক দেরী না করে নিজের সালাতকে পরিশুদ্ধ করার সুজোগ লুফে নিন সময় ফুরিয়ে যাওয়ার পূর্বেই আর আসুন সুন্দর পৃথিবীর জন্য প্রতিজ্ঞাবদ্ধ হই “মনের মতো সালাত দ্বারা ” সত্যিই বইটি সালাতের একটি রূপরেখা একটি গাইডলাইন।কৃতজ্ঞতা বইটির সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি। শুভকামনা সন্দীপন প্রকাশনের জন্য এগিয়ে যাক বহুদূর।

  7. রিদওয়ান আহমদ

    রাতের ঘনকালো আঁধার কে হটিয়ে পৃথিবীময় আলো ছড়াতে প্রভাত রবির উদয় হয় আর নতুন ভোরের সেই সূর্যোদয়ের পূর্বাভাস ছড়িয়ে দিয়ে যায় প্রিয় সুবহে সাদিক ভোরের আগমনী হয়ে আসা সুবহে সাদিকে থাকে না কোন ভ্রন্তি থাকে না কোন ধূসরতা থাকে শুধু নিষ্পাপ কিছু বুকভরা স্বপ্ন। আমরা স্বপ্ন দেখি একটি সুন্দর পৃথিবীর এই প্রত্যাশিত সুন্দর পৃথিবীর জন্য প্রয়োজন একটি নামাজী প্রজন্ম ও সালাত কায়েমকারী কাফেলার। আমরা সালাত আদায় করি ঠিক তবে তা শুধু দায় এড়াতে আমরা সালাত পড়তে মসজিদে উপস্থিত হয় ঠিক কিন্তু সে সময় আমাদের মন শয়তানের রাজ্যে বিচরণ করতে থাকে আমরা সালাত পড়ছি ঠিক কিন্তু কি দিয়ে পড়ছি কিভাবে পড়ছি তা আদৌ জানি না। এভাবে একজন নামাজী ব্যাক্তির জীবন ক্ষয়ে যেতে পারে না এই ক্ষয়রোধ করতে “সন্দীপন প্রকাশনের ” এবারের অনন্য উপহার “মনের মতো সালাত” বইটি। বইটিতে আপনি খুঁজে পাবেন সালাতের সেই স্বর্গীয় প্রশান্তি যার পরশে হৃদয়জুড়ে ছড়িয়ে পড়বে রাতে নির্জন প্রহরে রবের সাথে একান্ত আলাপনের মধুর তামান্না। তো পাঠক দেরী না করে নিজের সালাতকে পরিশুদ্ধ করতে সুযোগটি লুফে নিন। আর আসুন সুন্দর পৃথিবীর জন্য প্রতিজ্ঞাবদ্ধ হই “মনের মতো সালাত ” দ্বারা সত্যিই বইটি সালাতের একটি রূপরেখা,একটি গাইডলাইন কৃতজ্ঞতা বইটির সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি আর শুভকামনা “সন্দীপন প্রকাশনের “জন্য এগিয়ে যাক বহুদূর

  8. Sumaiya afrin

    মনের মতো সালাত: প্রাণহীন,দায়মুক্ত,একাগ্রতাহীন সালাতকে খুশু-খুশুর নতুন ছাঁচে ফেলার এক চমকপ্রদ প্রয়াস।

    সালাত আল্লাহর পক্ষ থেকে মুমিনের জন্য নিয়ামত স্বরূপ। তিনি সালাতের দিকে মুমিনদের আহ্বান করেন, যাতে তারা নিজেদের ক্বলবকে পরিশুদ্ধ করতে পারে অশ্লীলতা, পাপাচার,অনাচার থেকে আর লাভ করতে পারে বিশেষ নৈকট্য ও ভালোবাসা।

    খুশূ-খুযূবিহীন সালাত হলো ব্যক্তির জন্য শাস্তি স্বরূপ। অন্যদিকে খুশূ-খুযূওয়ালা সালাত হলো বসন্তের ন্যায়। যার আগমনে আত্মা হয় প্রশান্ত, যার প্রভাবে নফস ও অঙ্গপ্রত্যঙ্গে বয়ে যায় খুশির কল্লোল।

    মূলত মুমিন-মুসলিম ভাই বোনদের কাছে এই বার্তাটুকু পৌঁছে দেওয়ার প্রয়াসেই, ড. খালিদ আবূ শাদী রচনা করেছেন—মনের মতো সালাত বইটি।

    ১৩ টি অধ্যায়ে সাজানো—১৮৪ পৃষ্ঠার মলাটবদ্ধ বইটির মূল আলোচনা সালাত কেন্দ্রিক হলেও বর্ণনার শুরুতেই উঠে এসেছে সালাতের আগে ও পরের কিছু বিষয়। অতঃপর পর্যায়ক্রমে সালাতে পরিপূর্ণতা লাভের বিষয়ে আলোচনা সন্নিবেশিত হয়েছে।

    পরিপূর্ণভাবে ওযু থেকে শুরু করে রুকু,সিজদা কীভাবে করতে হবে তার নিয়মসহ সুস্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে রুকু ও সিজদার দুআ, তাসবিহ এবং এর ভাবার্থ। বইটিতে আরও ফুটিয়ে তোলা হয়েছে সালাতের প্রাণ খুযু ও খুশুর বিষয়ে। বইটির বিশেষ আকর্ষণ সালাতে মনোযোগী হওয়ার মূলমন্ত্র এবং সালাফদের সালাত, সবার তরে সালাতের লেখা চিঠি। বলা চলে,বইটিতে আছে সালাতের আদ্যেপান্ত। যা পাঠ শেষে পাঠকের সালাতে পরিপূর্ণ স্বাদ পেতে সহায়ক ভূমিকা রাখবে।

    সালাতে একাগ্রতা ধরে রাখতে যারা হিমশিম খাচ্ছেন, যারা স্বাদ পাচ্ছেন উভয়ের জন্যেই এই বইটি অবশ্যপাঠ্য।

Add a review

Your email address will not be published. Required fields are marked *