ব্যস্ততায় ভরা জীবনে একটু সময় করে আল্লাহকে স্মরণ করার ফুরসত মেলে না আমাদের। এভাবে আল্লাহর স্মরণ থেকে উদাসীন থাকতে থাকতে একসময় আমাদের অন্তর মরে যায়। রাসূলুল্লাহ (ﷺ) ঠিক এমনটিই বলেছেন—
‘যে ব্যক্তি তার রবের যিকর করে আর যে ব্যক্তি তার রবের যিকর করে না, তাদের দুজনের দৃষ্টান্ত হলো জীবিত ও মৃতের মতো।’ [বুখারি, ৬৪০৭]
তা হলে, মৃত অন্তরে সজীবতা ফিরিয়ে আনার উপায় কী? আল্লাহকে স্মরণ করা। বেশি বেশি যিকর করা। কিন্তু মনগড়া যিকর করলেই হবে না। যিকর হতে হবে মাসনূন। অর্থাৎ, রাসূলুল্লাহ (ﷺ)-এর সুন্নাহভিত্তিক।
‘মুসলিমের সুরক্ষা’ বইটি তেমনই একটি বই। রাসূলুল্লাহ (ﷺ) দৈনন্দিন জীবনে যেসব যিকর করতেন বা সাহাবিদের করতে উৎসাহিত করতেন, বক্ষ্যমাণ বইটি সেসবের-ই সংকলন। পাশাপাশি বইটিতে সুন্নাহ সম্মত ঝাড়ফুঁক বা রুকইয়াহ নিয়েও আলোচনা করা হয়েছে। মাসনূন দুআ, ওযীফা ও রুকইয়াহ’র জন্য ‘মুসলিমের সুরক্ষা’ বইটি শাইখ ড. সাঈদ কাহতানি (ﷺ)-এর এক অনবদ্য সংকলন।
Ruponti Shahrin –
হিসনুল মুসলিম – বইটি সম্পর্কে জেনে থাকলে এই বইটি কেমন কী তা আপনি এমনিতেই বুঝতে পারবেন। দৈনন্দিন জীবনের মাসনুন দুয়া, আদব ও রুকাইয়া সম্বলিত ছোট বড় বিভিন্ন দুয়ার সমন্বয় এই গ্রন্থ। বাস্তবিক ও ব্যবহারিক জীবনে খুবই কার্যকরী, উপকারী ও গাইডলাইন।
এই বইটির প্রত্যেকটি অংশ আমার খুব পছন্দের। তবে আরবির উচ্চারণ দেয়া থাকলে খুব সাধারণ পাঠকের জন্য ভালো হতো। বাকিটা তারা প্রয়োজনমাফিক শিখে নিতে পারতেন।