– যাব।
– কোথায় যাব!!
– বান্দরবান।
– বান্দরের বন?! মানে ওই মাংকি ফরেস্ট?! ওইহানে আমরা বাঁচুম নি!!
– লাড্ডু ভাই, বান্দরবান তো কোনোদিনও যাইনি।
– সেসব আমার হাতে ছেড়ে দে। তোরা যাবি কি না, বল।
বাঙ্গিপুরের চার ব্যাটারির টীম ‘জ্যাকফ্রুট ক্লাব’। তুখোড় মিথেন, আলাভোলা টুকুন, বিটলা বিট্টু আর সবার লিডার লাড্ডু ভাই।
সবাই মিলে প্ল্যান করল যাবে বান্দরবান। জয় করবে সেখানকার দুর্গম পর্বতচূড়া। একদিন সত্যি সত্যিই কাঁধে ব্যাগ ঝুলিয়ে ওরা চলে গেল মাংকি ফরেস্টের গহীনে। সেখানে গিয়ে হলো অদ্ভুত সব কাণ্ড। ওরা জড়িয়ে পড়ল ভয়ানক সব বিপদে। কী সেই বিপদ?
লাড্ডু ভাই আর তার সাঙ্গপাঙ্গদের রোমাঞ্চকর সেই অভিযানের কাহিনিই পাবে ‘আমাদের অপারেশন মাংকি ফরেস্ট’-এর পাতায় পাতায়।