কুরআন আমাদের প্রতি আল্লাহর নাযিলকৃত প্রত্যাদেশ। এতে আমাদের জন্য রয়েছে হিদায়াত ও পথনির্দেশ। কুরআন নাযিলের অন্যতম উদ্দেশ্যই হলো বান্দা এর আয়াতগুলো নিয়ে ভাবনার সমুদ্রে ডুব দিবে। চিন্তার তলদেশ থেকে মনি-মুক্তো কুড়িয়ে আনবে। যারা নিজেদেরকে কুরআন তিলাওয়াতের মধ্যেই সীমাবদ্ধ করে রাখে, কুরআনের আদেশ-নিষেধ-উপদেশ নিয়ে ভাবে না, আল্লাহ তাআলা তাদেরকে তিরষ্কার করেছেন। কেউ যদি কুরআন নিয়ে চিন্তা-ভাবনা না করে তবে বুঝতে হবে তার অন্তর তালাবদ্ধ হয়ে আছে। তার উচিত অবিলম্বে এই তালা খোলার উদ্যোগ গ্রহণ করা এবং আল্লাহর এই তিরষ্কারে পতিত হওয়া থেকে নিজেকে রক্ষা করা। কুরআন নিয়ে আমরা কিভাবে ভাববো, এই ভাবনা থেকে আমরা কী ধরনের স্বাদ আস্বাদন করতে পারব সেই বিষয়গুলোই তুলে ধরা হয়েছে ‘কুরআন বোঝার মজা’ বইটিতে। কুরআন কেন্দ্রিক বিভিন্ন ধরনের অনেকগুলো লেখার সমষ্টি এই বইটি, যা পাঠকের সামনে কুরআনের সৌন্দর্য ও শক্তি চমৎকারভাবে তুলে ধরবে ইনশাআল্লাহ।

সিরাজুম মুনিরা –
অনেকগুলো প্রিয় বইয়ের মধ্যে “কুরআন বোঝার মজা” আমার একটি প্রিয় বই। অনেককেই সাজেস্ট করি বইটি, যদি কেউ কুরআন রিলেটেড বইয়ের ব্যাপারে জানতে চায়।
আমরা কুরআন তিলাওয়াত করি, অনুবাদ, তাফসির তেমন পড়া হয় না। আর অনুবাদ, তাফসির পড়লেও সেগুলো নিয়ে কখনো তাদাব্বুর অর্থাৎ চিন্তাভাবনা করা হয় না। আমরা কুরআনের আয়াত নিজেদের জীবনে রিলেট করতে পারি না। আসলে বলা যায়, আমরা পড়ার জন্য পড়ি, কুরআনকে হৃদয়ে ধারণ করতে পারি না।
লেখক আবদুল্লাহ আল মাসউদ কুরআনের আয়াত নিয়ে জীবনঘনিষ্ঠ আলোচনা করেছেন। কুরআনের কত আয়াত, কত ঘটনা নিয়ে মজার মজার সব ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে বইটিতে, যেগুলো নিজেকেও আরও উৎসাহ দেয় কুরআনকে বুঝে পড়তে৷
বইটিতে প্রথমে কুরআন ভাবনা কী, কেন কুরআন নিয়ে ভাবব, কীভাবে ভাবব— ইত্যাদি আলোচনা করা হয়েছে। এরপর ধীরে ধীরে একেকটি টপিক, একেকটি আয়াত নিয়ে আলোচনা উপস্থাপন করা হয়েছে। প্রায় ১৯ টি টপিক আলোচনা করা হয়েছে বইটিতে। এছাড়াও কুরআন কীভাবে পড়ব, কীভাবে বুঝব, কুরআনের প্রতি ভালোবাসা কীভাবে বৃদ্ধি করব— এ নিয়ে ১২ টি শিরোনামে আলোচনা সজ্জিত।
এছাড়াও ছোট ছোট আরও ১৪ টি নাসীহাহ রয়েছে বইয়ের শেষের দিকে, যেগুলো উপকারী।
কুরআন রিলেটেড দারুণ একটি বই এটি। যারা কুরআন নিয়ে তাদাব্বুর বুঝতে চান বা কুরআন বুঝে বুঝে পড়লে কতটা মজার— তা উপলব্ধি করতে চান, তার জন্য বইটি উত্তম পছন্দ হতে পারে।
Ruponti Shahrin –
২০টি শিরোনামে বিভক্ত বইটির প্রথমে রয়েছে জ্ঞানগর্ভ কিছু আলোচনা। মুকাদ্দামাতুল ইলম বা শাস্ত্রের পূর্বজ্ঞান হিসেবেও বইটিকে স্বতন্ত্র একটি জনরাতেও ফেলা যায়। বইটির পাতায় পাতায় মুগ্ধতা আর তথ্যসমৃদ্ধ আলোচনা।
কুরআন হলো হিদায়াত ও পথনির্দেশ। কিন্তু কুরআন বুঝতে আমাদের কাছে অনেক কঠিন মনে হয়৷ কুরআন নিয়ে আমরা কীভাবে ভাববো, কোন স্বাদ আস্বাদন করবো, সেই বিষয়গুলোই তুলে ধরেছেন লেখক আবদুল্লাহ আল মাসউদ।
কুরআনকে নিয়ে এত ছন্দ, এত আবেগ নিয়ে এত অল্প কথায় হৃদয়ঙ্গম করার মতো বই খুব কমই আছে।