নবিজি ﷺ-এর জীবনী অত্যন্ত মহান ও মর্যাদাপূর্ণ একটি বিষয়। নবি ও রাসূল হিসেবে মুহাম্মাদ ﷺ-এর আগমন এবং ইসলামের উত্থান সম্পর্কে বিস্তারিত জানা যায় তাঁর সীরাত থেকে।
অসহনীয় কষ্টের পর আল্লাহ কীভাবে সাফল্য দেন, তা উপলব্ধি করা যায় নবি ও সাহাবিদের জীবনী থেকে।অন্য যে কারও জীবনীর চেয়ে নবিজীবন অধ্যয়নে শিক্ষা লাভ করা যায় অনেক অনেক বেশি। আল্লাহ তাআলা কীভাবে তাঁর নবিকে প্রস্তুত করলেন, মানুষের অন্তরে কীভাবে প্রোথিত করলেন তাঁর কিতাবের শিক্ষা, অনেক শক্তিশালী ও বিশাল বিশাল শত্রুদলের বিরুদ্ধে ছোট্ট একটি দলকে কেমন করে বিজয় দান করলেন, চারদিকে মিথ্যে আর পাপ-পঙ্কিলতার সয়লাবের মাঝে ইসলামের সত্য ও সৌন্দর্যকে কীভাবে সমুন্নত করলেন—এসবের মাঝে নিহিত রয়েছে বহু প্রজ্ঞা।
নবি ﷺ-এর জীবনী পড়ে মুসলিমরা তাদের দ্বীনকে গভীরভাবে বুঝতে শেখে। তাই নবিজির জীবদ্দশা থেকে নিয়ে এখন পর্যন্ত আলিমগণ নবিজীবন-সংক্রান্ত তথ্যের বিশুদ্ধতার ব্যাপারে খুবই সাবধানী। কিন্তু অনেকেই নবিজীবন নিয়ে কাজ করতে গিয়ে এতে মনগড়া, অবান্তর আলোচনা প্রবেশ করিয়েছে। ফলে দিনশেষে দেখা যায়, ইসলামের নবির জীবনীতে অনেক তথ্য স্বয়ং ইসলামের শিক্ষারই বিপরীত।‘রাসূলে আরাবী’ বইটি বিশুদ্ধ উৎসের ভিত্তিতে লেখা রাসূলুল্লাহ ﷺ-এর জীবনী। এই বইটি লিখতে লেখক সাহায্য নিয়েছেন কুরআন, বিশুদ্ধ তাফসীর, বিশুদ্ধ হাদীস এবং অন্যান্য বিশুদ্ধ সীরাহ-গ্রন্থের মতো বিশুদ্ধ উৎসের।
Rezwan Ahmed –
আলহামদুলিল্লাহ , বইটি ক্রয় করেছি, পড়েছি, কিছুটা, যত পড়ি, ততই ভাল লাগছে,
সকল বিষয় সংক্ষেপে কিন্তু বিশদভাবে বর্ণনা করা হয়েছে।
sondiponprokashon –
জাযাকাল্লাহ খইর।
Rezwan Ahmed –
রাসুলে আরাবি – বইটি ক্রয় করেছি গত ২১শে অক্টোবর, বৃহস্পতিবার, ২০২১ইং বিকালে বায়তুল মোকাররমের মসজিদের পেছনের দিকে আয়োজিত ইসলামী বই মেলা থেকে।
সাধারন্ত, বই কেন হয় না ব্যস্ততায়, আর পড়াও হয় না, কিন্তু ” রাসুলে আরাবি ” – বইটি যতই পড়েছি, ভালো লাগছে, সাথে অনেক কিছুই জানা সম্ভব হয়েছে ।
আমাদের সারা বিশ্বের সর্বশেষ নবী – শ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাঃ সম্পর্কে জানতে বইটি পড়া উচিত।
সন্দীপন প্রকাশনীর বইয়ের পৃষ্ঠার গুনগত মান অনেক উন্নত, সাথে একটি বুকমার্কও ফ্রি – আর এসব দেয়া হয়েছিল সন্দীপনের একটা ব্যাগে।
সবাইকে বলবো – তথাকথিত নাস্তিক লেখক জাফর ইকবালের মত এসব লেখকদের বই না পড়ে ইসলামিক এমন অনেক সত্যিকারের ভালো ইতিহাস সাহিত্যের আর গল্পের বই আছে, সেইসব বই পড়ুন ।
nabiltajwarnabil –
সন্দীপন প্রকাশনীর এই বইটি আমার সংগ্রহে নেই তবে আমি একজনের থেকে ধার করে বইটি পড়ছি। যতোবার পড়ছি, মনে হচ্ছে কোথাআ
nabiltajwarnabil –
স
nabiltajwarnabil –
সন্দীপন প্রকাশনের এই বইটি আমার সংগ্রহে নেই তবে আমি একজনের থেকে ধার করে বইটি পড়ছি। যতোবার পড়ছি মনে হচ্ছে যেন সাহাবায়ে কেরামের সেই যুগে ফিরে যাচ্ছি। দেখতে পাচ্ছি, হজরত আবু বকর সিদ্দিক, উমর ফারুক ইবনুল খাত্তাব, উসমান যিননুরাইন ইবনে আফফান, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুম আজমাঈন সহ শতশত সাহাবায়ে কেরামের সাথে আমি বসে আছি আর নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা শুনছি।
সুবহানআল্লাহ অসাধারণ একটি বই।
মোঃ আব্দুল বাতেন –
আল্লামা সফিউর রহমান মুবারকপুরি রহিমাহুল্লাহর ‘তাজাল্লিয়াতে নব্যুয়ত’ বইয়ের অনুবাদ ‘রাসুলে আরাবি স.’। একজন মানুষ যিনি কখনো সিরাত পড়েননি তার জন্য সিরাতের জটিল আলোচনাগুলো কষ্টকর হওয়াই স্বাভাবিক। রাসুলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনী আলোচনা করতে গিয়ে এই বইয়ে দুর্বোধ্য অংশগুলো বাদ দেওয়া হয়েছে। আরও একটা সুবিধা হচ্ছে এখানে শুধু নির্ভরযোগ্য বর্ণনাগুলোই রাখা হয়েছে। অনুবাদের ভাষাগত মান আলহামদুলিল্লাহ ভালো।
সিরাজুম মুনিরা –
সিরাত কয়েকটা পড়া হয়েছে আমার আলহামদুলিল্লাহ! এর মধ্যে রাসূলে আরাবি ﷺ বেশ পছন্দের। কারণ বইয়ের বর্ণনাভঙ্গি সহজবোধ্য। পড়তে বিরক্ত লাগে না। এক ঘটনার পর এক ঘটনা নিজস্ব স্রোতে আগায়। খুব বেশি বড় না আবার খুব ছোটও না বইটি। কিন্তু নবীজীবনি পুরোটাই সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে বইটিতে। কোনো টপিক বাদ পড়েনি।
নবীর ﷺ জন্মের পূর্ব অবস্থা, পরবর্তী অবস্থা, তাঁর বংশক্রম, শৈশবকাল, যুবকজীবন, নবুয়তকাল, নবীজির ﷺ ওফাত, গাজওয়া ও সারিয়া প্রতিটি বিষয় বেশ সুন্দরভাবে উল্লিখিত হয়েছে।
উম্মাহাতুল মুমিনীনদের পরিচয়ও রয়েছে বইটিতে।
সবমিলিয়ে একটি পূর্ণাঙ্গ সিরাত গ্রন্থ এটি। আমার কাছে যদি কেউ সিরাত গ্রন্থের সাজেশন চায় আমি এটি সাজেস্ট করবো, কারণ এটি সুখপাঠ্য।
বিভিন্ন প্রতিযোগিতার সিলেবাস হিসাবেও বইটি উপযোগী, চাইলে কোনো প্রতিষ্ঠানের (বিশেষত মাদ্রাসার) পাঠ্যতালিকায় এই বইটি রাখতে পারে।
জীবনে অনেক অনেক বই পড়লেও সিরাত না পড়লে আমি বলব জীবন বৃথা। তাই একবার হলেও একটি সিরাত গ্রন্থ পড়া উচিত, সংগ্রহে রাখা উচিত। আর সে দৃষ্টিতে রাসূলে আরাবি ﷺ উত্তম পছন্দ হতে পারে।
বইটিতে রেফারেন্স এড করা আছে, পড়ার সময় কোনো বানান বিভ্রাট চোখে পড়েনি।
Ruponti Shahrin –
সীরাত গ্রন্থ পাঠে সবসময় অন্তরে শীতলতা অনুভব করি৷ মনের ভেতর আলাদা প্রশান্তি টের পাই৷ এই গ্রন্থটি অত্যন্ত সুখপাঠ্য শুধুমাত্র লেখকের লেখনশৈলীর ভূমিকা ও অনুবাদকের অনবদ্য অনুবাদ কর্ম।
নবি জীবন অধ্যয়নের মতো শিক্ষণীয় আর কী আছে! নবি জীবনের আদর্শ সীরাত অধ্যয়নের দ্বারাই লাভ করা যায়। রাসুলুল্লাহ সাঃ এর কাছ থেকে বোঝার ক্ষমতা উপলব্ধি করতে সীরাত অধ্যয়নের গুরুত্ব অপরিসীম।
এই গ্রন্থের লেখক সফিউর রহমান মুবারকপূরির ‘আর রাহিকুল মাখতুম’ আমরা প্রায় সকলেই অধ্যয়ন করেছি। যারা ইসলামিক জ্ঞান অর্জন করতে ভালোবাসি তারা সকলেই জানি বইটি আমাদের কতই না প্রিয়। এই গ্রন্থের ক্ষেত্রেও একই অনুভূতি জেগে উঠে।
যদিও প্রাথমিক স্তরের পাঠকের জন্য বইটি আরামদায়ক। কেননা প্রচুর তথ্যাদি দিয়ে এর সরল ভাবগাম্ভীর্যকে পরিবর্তন করা হয়নি। লেখক বিশুদ্ধতার ব্যাপারে খুব সাবধানী ছিলেন। মনগড়া, অবিশুদ্ধ ও অবান্তর কাহিনির ভিড়ে বইটি লিখতে শুধু কুরআন, সুন্নাহ, বিশুদ্ধ তাফসির, বিশুদ্ধ হাদিস ও বিশুদ্ধ সীরাত গ্রন্থের সাহায্য নিয়েছেন।
গ্রন্থটি নিমেষেই শেষ করা সম্ভম। ছোট ছোট শিরোনাম ও অনুচ্ছেদে ভাগ করায় ঘটনাপঞ্জি খুব সহজেই হৃদয়ঙ্গম করা সম্ভব। দ্বীনকে গভীরভাবে উপলব্ধি করার ক্ষেত্রে নবির সীরাতের ঘটনাকে কেন্দ্র করে ফলাফল ও নসীহার সরল বহিঃপ্রকাশ।
Sumaiya afrin –
রাসূলে আরাবি ﷺ বইটি আমার পড়া প্রথম সীরাতগ্রন্থ, যা আমি একাগ্রতার সাথে শেষ করেছিলাম। বিশুদ্ধ বর্ণনার ভিত্তিতে প্রিয় নবি ﷺ এর সংক্ষিপ্ত জীবনী হলেও এখানে নবী জীবনীর পুরোটাই লেখক সুন্দর সাবলীলভাবে উপস্থাপন করেছেন। যার শুরু মুহাম্মাদ ﷺ -এর জন্ম,বেড়ে ওঠা,বংশ পরিচয় ও নবুওয়াতের পূর্বের ঘটনাগুলো দিয়ে আর শেষ হয়েছে সুউচ্চ বন্ধুর পানে নবি করিম ﷺ এর যাত্রাসহ তাঁর পরিবার,গুণ ও আখলাকের বিবরণ দিয়ে।
এছাড়া পৃষ্ঠা বিন্যাস, বানান সজ্জা, প্রচ্ছদ প্যার্টান ও বাঁধাই ছিল চলনসই। অনুবাদে দক্ষতার ছাপ সুস্পষ্ট। ভাষার প্রাঞ্জল সৌন্দর্য, সন্তোষ এবং আকর্ষণীয় উপস্থাপনা বইটির আলোচনাকে করেছে প্রাণবন্ত ও হৃদয়গ্রাহী।
খুব ছোট কলেবরের না আবার বইটি খুব বড় কলেবরেরও না। তথ্যবহুল রেফারেন্সসমৃদ্ধ এই বইটি তাই সব ধরণের পাঠকের পচ্ছন্দের তালিকায় রাখার মতো। তবে যারা বিগেইনার তাদের আলাদাভাবে সাজেস্ট করব এই বইটি দিয়ে যাতে সীরাত পাঠ শুরু করে। তাদের জন্য বইটি বেশি সুখপাঠ্য হবে। পরবর্তীতে আরও তথ্যবহুল সীরাত পাঠের প্রতি আকর্ষণবোধ করবে।
পরিশ্লিষ্ট, একটি আদর্শ মুসলিম জীবনের স্কেচ দেখতে চাইলে বক্ষ্যমাণ বইটি পড়তে পারেন আপনিও ।