শয়তানের সাথে আমাদের বিরোধটা সেই সূচনালগ্ন থেকেই। কীভাবে আদম-সন্তানকে বিভ্রান্ত করা যায়, এটাই ওর মূল মিশন। ওর ফন্দিফিকির কেবল আমাদের ঘিরেই। শয়তান কখনোই এক পদ্ধতিতে সবাইকে ধোঁকা দেয় না। অবস্থা অনুপাতে বুঝে বুঝে টোপ ফেলে সে। এক টোপে শিকার ধরতে না পারলে, আরেক টোপ কাজে লাগায়। একের পর এক পাল্টাতে থাকে পরিকল্পনা। বিভিন্ন সুরত নিয়ে সে মানুষের কাছে আসে।
• দুনিয়াবিমুখের কাছে যায় দুনিয়াবিমুখতার সুরতে।
• আলেমের কাছে যায় ইলমের দরজা দিয়ে।
• মুর্খের কাছে যায় অজ্ঞতার পথ ধরে।
অনেক সময় না-বুঝেই আমরা শয়তানের খপ্পরে পড়ি। ভালো কাজ মনে করে, শয়তানের ফাঁদে পা দিই নিজের অজান্তেই। ইন-শা-আল্লাহ, বইটি শয়তানের নানামুখী চক্রান্ত সম্পর্কে আমাদের সচেতন করবে।

Muhammad Umar Ahmad –
সৃষ্টির শুরু থেকেই শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। অভিশপ্ত শয়তান আমাদের মহান রবের সাথে ওয়াদা করেছে যে তার বেশীর ভাগ বান্দাকেই পথভ্রষ্ট করে জাহান্নামে প্রবেশ করাবে।
আমাদের পথভ্রষ্ট করতে হলে, শয়তানকে অনেক ফাঁদ পাততে হবে। যাতে করে তার ফাঁদে আল্লাহর বান্দাদের আটকাতে পারে।
ফাঁদে ফেলে আল্লাহর অবাধ্যতা, নাফরমানিতে লিপ্ত করতে পারে।
অতএব মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এবং শয়তানের ফাঁদ থেকে আমাদের বাঁচতে হবে আমাদের। তাই অভিশপ্ত শয়তানের ফাঁদ সম্পর্কে আমাদের জানা, জ্ঞানলাভ করা জরুরি। যাতে করে আল্লাহর অবাধ্যতা থেকে বেঁচে থেকে একমাত্র আল্লাহর দাসত্ব করা যায়। শয়তান সম্পর্কে আমাদের আকিদা, শয়তানের বংশ, কর্মপদ্ধতি, শয়তানের প্রবেশপথ, শয়তানের সহযোগী বা কর্মী, শয়তান থেকে প্রতিকারের জন্য কুরআন সুন্নাহের আলোকে আলোচনা এনেছেন, ডা. আবদুল্লাহ আল খাতির। বইটি কলেবর একদমই ছোট মাত্র ৩০ পৃষ্ঠ যা আপনি একবসাতে পড়ে ফেলতে পারবেন ইনশা আল্লাহ।
মনে রাখা জরুরি, আল্লাহ বলেছেন শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। তাই মুমিন হিসেবে শয়তানের সকল প্রকার চক্রান্তের ফাঁদ থেকে সর্তক থাকা আমাদের একান্ত কাম্য। এই পথে “শয়তানের ফাঁদ” বইটি আপনার জন্য মুফিদ হবে ইনশা আল্লাহ।
Tami Islam Mim –
শয়তান আমাদের প্রকাশ্য দুশমন। আমাদের সঠিক পথ থেকে সরিয়ে নিতে আল্লাহর কাছে ক্ষমতা চেয়ে নিয়েছে শয়তান। আল্লাহ তাআলা শয়তানের সে আবদার মঞ্জুর করেছেন এবং তার চাহিদা মোতাবেক কেয়ামত পর্যন্ত হায়াত দান করেছেন। শয়তান আমাদের শরীরের রগে রগে বিচরণ করে ও আমাদের সব দিক থেকে গুনাহ করার কুমন্ত্রণা দিয়ে থাকে। সে কারণেই আমরা শয়তানের পাতা ফাঁদে পা দিয়ে গুনাহ করে থাকি।
শয়তানের ফাঁদ বইটি তে লেখক শয়তানের পরিচয়, শয়তানের বিষয়ে আমাদের আকিদা, শয়তানের বংশ, শয়তানের কর্মপদ্ধতি, শয়তানের প্রবেশপথ, দায়িত্ব আঞ্জাম দিতে যারা শয়তানের সহযোগী-কর্মী ও প্রতিকার ইত্যাদি বিষয়ে সংক্ষেপে আলোচনা করেছেন।
বইটি পড়লে আমরা শয়তান সম্পর্কিত জ্ঞান লাভ করতে পারবো এবং শয়তানের ফাঁদ থেকে বেঁচে থেকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো ইন শা আল্লাহ্।
Mohd. Kaif Hossain Mozumder –
‘শয়তান’ আমাদের বহুল ব্যবহৃত ও প্রচলিত একটি শব্দ। আমাদের জম্মের সূচনালগ্ন থেকে মৃত্যু পর্যন্ত এই শয়তানের সাথেই যুদ্ধ লড়াইয়ের মাঝে থাকি। কখনো সে জিতে, তো কখনো আমরা জিতে যাই। কিন্তু মহাসাফল্য জান্নাতে উঁচু স্থান অর্জনে শয়তান আমাদের অনেক উপায়ে যে বাধা দিচ্ছে তা কি আমাদের জানা আছে? তার পরিকল্পনা অনুসারে কি আমরা অগ্রসর হচ্ছি না? আর হলেও সেটা কীভাবে? শয়তান সম্পর্কে না জানলে আমরা তার ব্যাপারে সাবধান হতে পারব না। তাই, শয়তানের ব্যাপারে আমাদের আক্বীদা, শয়তানের পরিচয়, কর্মপন্থা, ফাঁদ, প্রতিকারের উপায় জানতে হলে স্বল্প সময়ে ‘শয়তানের ফাঁদ’ বইটি পড়ে ফেলা যায়। তারপর সেটি যদি বাস্তবায়ন করতে সক্ষম হতে পারেন, তবেই আপনি হবেন জান্নাতের সেই উঁচু মর্যাদার অধিকারী ইং শা আল্লাহ।
Saleh Arabi –
‘তোমরা শয়তানের পদাংক অনুসরণ করো না। নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু।’ (সুরা আনয়াম-১৪২)
শয়তান আদম সন্তানকে ফাঁদে ফেলে তাঁকে জাহান্নামে নেয়ার কাজে সদা তৎপর। মানব জাতির এ আজন্ম শত্রু থেকে বাঁচতে হলে শয়তান ও তার বংশধর এবং সহয়োগী- দোসরদের পরিচয় জানা প্রয়োজন। শয়তানের কর্মপদ্ধতি ও কর্মকৌশলও জানা থাকতে হবে নচেত শত্রু ইবলিস আমাদের ওপর বিজয়ী হয়ে যাবে। আর আমরা সেটা কিছুতেই হতে দিতে পারিনা।
‘শয়তানের ফাঁদ’ নামক ছোট্ট বইতে শয়তানের পরিচিতি, তাঁর কর্মকৌশল ও মানুষকে বিভ্রান্ত করার বিষয়গুলো বর্ণিত হয়েছে। সেই সাথে মানুষ শয়তানের এ ফাঁদ থেকে কিভাবে বাঁচবে কোন তরিকা ও কলাকৌশল সে গ্রহণ করবে সে সম্পর্কেও আলোকপাত করা হয়েছে।
আদুব্বুম মুবিনের ওপর বিজয়ী হতে গেলে আমাদের আল্লাহর ওপর অটুট ঈমানের পাশাপাশি শরয়ী ইলম অর্জন সেই সাথে আল্লাহর যিকির এবং আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। কেননা শয়তানে ও তার অনুসারীদের চক্রান্ত দুর্বল।
আপনি কি শয়তানের ফাঁদ থেকে বাঁচতে চান? তাহলে ছোট্ট এ বইটি অবশ্য পাঠ্য।
সিরাজুম মুনিরা –
আমাদের সবচেয়ে বড় শত্রু শয়তান। শয়তানের পরিচয় জানা আকীদার মৌলিক বিষয়। শয়তান আমাদেরকে পথভ্রষ্ট করার পায়তারা করতে থাকে, আর আমরাও তার ফাঁদে পা দিই। আল্লাহকে অসন্তুষ্ট করে নিজেদের বিপদ ডেকে আনি। তাই শয়তানের ব্যাপারে জানা খুবই গুরুত্বপূর্ণ।
শয়তানের ফাঁদ— ২৪ পৃষ্ঠার ছোট্ট একটি বই। অনূদিত বই হলেও আলোচনা সহজবোধ্য। বইটিতে শয়তানের বংশ পরিচয়, এর কর্মপদ্ধতি, শয়তানের প্রবেশপথ, শয়তানের সহযোগী কোন কোন কাজগুলো, এবং এর বিরুদ্ধে প্রতিকার কী, ইত্যাদি প্রতিটি বিষয় আলোচনা করা হয়েছে।
মোটকথা, বইটি থেকে আমরা শয়তানের চক্রান্ত সম্পর্কে জানতে পারবো এবং সেই অনুযায়ী নিজেকে সচেতন করে তুলতে পারবো, যেন শয়তানের ফাঁদে পা না দিই।
পরিচিতজনদের হাদিয়া দেওয়ার জন্য বইটি বেশ চমৎকার হতে পারে।