তাকওয়া হচ্ছে মুমিনের সম্বল, আখিরাতের সফরের গুরুত্বপূর্ণ পাথেয়। যার মাঝে তাকওয়া নেই, সে ভালো-মন্দের পার্থক্য করতে পারে না। কারণ, তাকওয়ার বদৌলতেই মানুষ ফুরকান (ভালো-মন্দের পার্থক্যকারী গুণ) লাভ করে। তাকওয়া বা আল্লাহভীতিই মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখে, আর ভালো কাজে উৎসাহী করে।
তাকওয়া মুত্তাকীদের বৈশিষ্ট্য, পাথেয় লাভের পথ। তাকওয়া মানুষকে জান্নাতের পথে পরিচালিত করে, জাহান্নামের পথ থেকে দূরে সরিয়ে রাখে। তাকওয়ার মাধ্যমেই অর্জিত হয় আল্লাহর সন্তুষ্টি।
আমাদের এই বইটি তাকওয়ার মাহাত্ম নিয়েই। এই বইতে তাকওয়া নিয়ে তিন জন পূর্বসূরী ইমামের আলোচনা সংকলন করা হয়েছে। তাকওয়ার গুরুত্ব ও মাহাত্ম নিয়ে কুরআন-সুন্নাহর বক্তব্য ও সালাফদের তাগিদ আলোচিত হয়েছে এতে। আমাদের পিপাসার্ত অন্তরে তাকওয়ার বীজ রোপণে বইটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, ইন শা আল্লাহ।
Suriya Metu –
মহান আল্লাহকে ভয় করার অর্থ অত্যন্ত ব্যাপক৷ আল্লাহ তায়ালা আমাদের স্রষ্টা ও পালনকর্তা৷ তিনি আমাদের সবকিছু দেখেন জানেন৷ তিনি শাস্তিদাতা ও মহাপরাক্রমশালী৷ হাশরের দিনে তিনি আমাদের সকল কাজের হিসাব নেবেনঃ অতঃপর পাপকাজের জন্য শাস্তি দেবেন৷ আল্লাহ ভীতি হল আল্লাহ তায়ালার সামনে জবাবদিহি করার ভয়৷ অতঃপর এরূপ অনুভূতি মনে ধারণ করে সকল পাপ থেকে বেঁচে থাকতে হয়৷ সকল প্রকার অন্যায় অত্যাচার অশ্লীল কথা কাজ ও চিন্তাভাবনা থেকে বিরত থাকতে হয়৷আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দের বান্দা হতে চাইলে তাকওয়া-পরহেজগারির বিকল্প নেই। এ কারণেই তিনি পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে তাকওয়া অবলম্বনের আদেশ করেছেন এবং তাকওয়া অবলম্বনকারীদের ভালোবাসেন। তাকওয়া মুমিনের সম্বল ” এই বইটি তাকওয়ার মাহাত্ম নিয়েই। এই বইতে তাকওয়া নিয়ে তিন জন পূর্বসূরী ইমামের আলোচনা সংকলন করা হয়েছে। তাকওয়ার গুরুত্ব ও মাহাত্ম নিয়ে কুরআন-সুন্নাহর বক্তব্য ও সালাফদের তাগিদ আলোচিত হয়েছে এতে।
সিরাজুম মুনিরা –
সূরা হুজুরাতে আল্লাহ বলেছেন, সে-ই অধিক মর্যাদাবান যে অধিক তাকওয়াবান। তাকওয়া মানে আল্লাহভীতি অর্থাৎ আল্লাহর ভয় মনে থাকা।
আল্লাহর ভয় যার মনে থাকবে সে কখনোই কোনো খারাপ কাজে লিপ্ত হতে পারে না, হারামে লিপ্ত হতে পারে না। কারণ সে জানে আল্লাহ সবসময় দেখছেন এবং একদিন তাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আর এভাবেই তাকওয়া একসময় তার জন্য নাজাতের মাধ্যম হয়। আর মুমিন মানেই আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় পায়, আল্লাহর সন্তুষ্টির তালাশ করে।
ইমাম ইবনুল কাইয়্যিম রাহি., ইবনু রজব হাম্বলী রাহি., ইমাম গাজালী রাহি.— যুগশ্রেষ্ঠ তিন জন ইমামের আলোচনার সংকলন এই বই।
তাকওয়ার পরিচয়, এর গুরুত্ব, মাহাত্ম্য, কুরআন হাদীসের আলোকে তাকওয়ার বক্তব্য এবং সালাফগণের জীবন থেকে তাকওয়ার নানা উদাহরণ বইটিতে রয়েছে। ৬৪ পৃষ্ঠার ছোট্ট এই বইটি রিমাইন্ডার স্বরূপ, যা আমাদেরকে ক্ষণে ক্ষণে আল্লাহ ভীতির কথাই স্মরণ করাবে এবং এর মাধ্যমে আল্লাহ প্রিয়পাত্র হওয়ার উপায়ও জানাবে ইন শা আল্লাহ!
সন্দীপনের অন্যান্য বইয়ের মতো এই বইয়েরও পৃষ্ঠা সজ্জা, ফন্ট সুন্দর ছিলো। অনুবাদও ঝরঝরে, সুখপাঠ্য।