ছোটদের ৫০ হাদীস (১ম ও ২য় খণ্ড)
আজকের যুগের বাচ্চারা দ্বীনের শিক্ষায় যে পিছিয়ে আছে তার একটা মৌলিক কারণ সকাল বেলার মক্তব বন্ধ হয়ে যাওয়া। মক্তবগুলোতে কুরআন-হাদীস ছাড়াও ইসলামের মৌলিক ধারণা, ইসলামি সামাজিক রীতিনীতি, আদব-কায়দা এসব শুরুতেই শিখে যেত ছোট সোনামণিরা। মক্তব চালু না থাকায় এসবও আর হয়ে উঠছে না।
.
কিন্তু তাই বলে কি আমাদের বাচ্চারা এসব শিখবে না? চিরদিন বঞ্চিতই থেকে যাবে? না, আমরা তা হতে দিতে পারি না। তাই সে উদ্দেশ্যকে সামনে রেখে ছোটদের জন্যে বাছাই করা ৫০ টি হাদীসের সংকলন নিয়ে এসেছি আমরা। হাদীসগুলোকে ছোটদের উপযোগী করে শিক্ষা সহকারে রঙিন ও ঝকঝকে ছবির মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। এক মলাটেই ইসলামের মৌলিক ব্যাপারগুলো সহ আদব-আখলাক বিষয়ক হাদীসগুলোও বাচ্চারা জানতে পারবে, ইন শা আল্লাহ।
.
ছোট শিশুদের মন-মগজে দ্বীনের সঠিক বুঝ তৈরিতে কুরআন-হাদীসের বিকল্প কিছুই নেই। তাই চলুন, তাদেরকে নববি জ্ঞানের খোঁজ দেই।
শিশুদের চারিত্রিক ও মানসিক গঠনে ‘ছোটদের ৫০ হাদীস’ মক্তবের শূন্যতা কিছুটা হলেও পূরণ করতে সক্ষম হবে, ইন শা আল্লাহ।
Umme Binte Saleh –
আমি মূলত বাবুকে নিয়ে অনেক দুশ্চিন্তায় থাকি। কীভাবে কী দিয়ে শিখাবো যাতে বাবু ইসলামের প্রতি তার আগ্রহ জন্মায়। তাই ছোটদের ৫০ হাদীস সিরিজটি নিয়েছি। বলে রাখা ভালো যে জন্ম থেকেই মা হিসেবে আপনি বাবুকে যা শুনাবেন যেভাবে করবেন ও সেভাবেই তৈরি হবে। আমার বাবুর ২মাস আমি রাত্রে ওকে হাদীস শুনাই আর ও তাকিয়ে তাকিয়ে শুনে। আর বইয়ের কালার এর দিকে তাকিয়ে থাকে। এভাবেই আস্তে আস্তে ওর বইয়ের প্রতি আগ্রহ হবে আর দুনিয়া ও আখিরাত সম্পর্কে ধারণা হবে ইনশাআল্লাহ।
Roja Mim –
শিশুরা হলো জান্নাতি ফুল। তাদের কোমল হৃদয়ে যা গেঁথে দেওয়া হয় তারা তাই মনে রাখতে পারে। ছোট বয়সেই যদি শিশুদের আদব-কায়দা, ছোট্ট ছোট্ট হাদিস, রাসূলের সুন্নাহ সম্পর্কে না শিখানো হয় তাহলে তারা বড় হলে এসব শিখতে চাইবে না এবং মানতেও চাইবে না। তাই অভিভাবকদের উচিত শিশুদের ছোট থেকেই হাদিস শিক্ষা দেওয়া। ছোটদের হাদিস শিক্ষা দিতে ‘ছোটদের ৫০ হাদিস’ ২ খন্ডের বই দুটি হতে পারে একটি চমৎকার উৎস। কেননা বইটিতে খুব সুন্দর ও সাবলীল ভাষায় প্রতিটি হাদিস সাজানো হয়েছে। এছাড়াও শিশুদের হাদিসের প্রতি উৎসাহিত করার জন্য বইটিতে হাদিস সম্পর্কিত কাজ পিকচার আকারে দেওয়া হয়েছে। ব্যক্তিগতভাবে ‘শিশুদের ৫০ হাদিস’ দুই খন্ডের বই দুটি আমার বেশ ভালো লেগেছে এবং আমি মনে করি শিশুদের জন্য বেস্ট বই হবে এটি ইন শা আল্লাহ্।